হাইমচরে ১ নং গাজীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ভাবে জেলে তালিকা থেকে জেলেদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।
সিডু মৈশাল, জুলফিকার আলী, ইউসুফ মাজি সহ একাধিক জেলে তাদের অভিযোগে বলেন, আমরা দীর্ঘদিন যাবত জেলে পেশায় নিয়োজিত রয়েছি। আমাদের জেলে নিবন্ধন রয়েছে। সেই সুবাধে আমরা সরকারি সুযোগ সুবিধা পেয়ে আসছি। এখন আমাদের নাম বাদ দেওয়া হয়েছে।
নাসির আহমদ ঢালি নামে এক জেলে বলেন আমরা নৌকা মার্কায় ভোট দেওয়ায় বর্তমান ইউপি চেয়ারম্যান আমাদেরকে জেলে তালিকা থেকে বাদ দিয়েছে।
রবিবার ১৯ মার্চ, সকালে প্রায় ৪০ জন জেলে উপজেলা মৎস্য অফিসে অবস্থান কর্মসুচি পালন করে। এই অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য অফিস বরাবর লিখিত অভিযোগ করেন।
ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ অভিযোগের বিষয়ে বলেন, যে কয়জনের বরাদ্দের চাল পেয়েছি তাদের মাঝে চাল বিতরণ করতেছি।
সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান গাজী বলেনে, ৬৬৫ জন জেলে আছে। ৬০৮ জনের বরাদ্দ দেওয়া হইছে। ৫৭ জন জেলে বাদ দিতে হবে। নিয়ম অনুযায়ী মৃত, প্রবাসী ও ব্যবসায়ী এদের বাদ দেওয়ার কথা। কিন্তু এদের বাদ না দিয়ে যারা প্রকৃত জেলে এবং এলাকায় বসবাস করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমার জানামতে ঐ ৫৭ জেলেকে সমন্বয় করে মাল দিতে পারতো। সব ইউনিয়নে সমন্বয় করে বিতরন করা হয়েছে। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর বলেন, জেলেদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।