জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের আয়োজনে মাদ্রাসার শিশুদের নিয়ে জন্মদিন পালন করা হয়েছে।
‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার’ এই স্লোগানে ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন প্রধান অতিথি থেকে মাদ্রাসার শিশুদের নিয়ে জাতীয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী কেক কেটে পালন করেন।
এই সময় শিশুরা শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন এই স্লোগান দিতে থাকে ও আনন্দ করে।
ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন বলেন, অনেকেই অনেক রকম ভাবে জন্মদিন পালন করে থাকেন। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন শিশুদের নিয়ে চিন্তা করতেন। তাই আমিও এই শিশুদের একটু আনন্দ ও একটু খাবার দেওয়ার জন্য এই ধরনের আয়োজন করেছি। প্রতিবার আমি শিশু, এতিমসহ দুস্থদের নিয়ে আয়োজন করে থাকি এবং আগামীতেও করতে চাই।
তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তিদূত এবং স্বাধীনতার মহান স্থপতি। তাঁকে নিয়ে কোনো ধরনের বিতর্ক কাম্য নয়। তিনি না হলে বাঙালি নামের কোনো জাতির একটি রাষ্ট্র পৃথিবীর বুকে স্থান পেত না।তিনি জাতির পিতার আদর্শ ধারণ করে সবাইকে দেশপ্রেমী হওয়ার আহ্বান জানান।
এসময় সাভার পৌর তাঁতীলীগের সভাপতি মোঃ হারেজ আলী শাহ, সাভার থানা তাঁতীলীগের সভাপতি মোঃ আবু সাঈদ প্রমুখ।