মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চিন্ময় কৃষ্ণ আটকের খবরে খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ ট্র্যাব সম্মাননা পেলেন অপর্ণা রানী রাজবংশী ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক সিরাজদিখানে বিক্রমপুর নামকরণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আমিরাতে বোয়ালখালী চরণদ্বীপ পাঠানপাড়া প্রবাসীদের জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ । ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

মোহনপুর ইউপি উপনির্বাচনে নৌকার ভরাডুবি, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান নির্বাচিত

মোঃ আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি) / ৯৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪:৫৪ পূর্বাহ্ণ

মো: আতাউর রহমান, মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল হাই প্রধানকে পরাজিত করে জয়লাভ করেছেন আটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই প্রধানের চেয়ে ৩ হাজার ২শ ১৪ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান।
মোহনপুর ইউনিয়নের মোট ৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আব্দুল হাই প্রধান নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮০৮ ভোট ও অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ২২ ভোট।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এদের মধ্যে আনারস প্রতীকে প্রার্থী আবুল কাশেম মাস্টার পেয়েছেন ১ হাজার ২২১, মোটরসাইকেল প্রতীকে প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদার পেয়েছেন ২৩৮, ঘোড়া প্রতীকে প্রার্থী অ্যাড. সেলিম মিয়া পেয়েছেন ১৪৪, চশমা প্রতীকে প্রার্থী বদিউর রহমান পেয়েছেন ৬৭, ঢোল প্রতীকে প্রার্থী আবু হানিফ অভি পেয়েছেন ১০৫, টেলিফোন প্রতীকে প্রার্থী ফয়সাল আহমেদ নাদিম পেয়েছেন ৩৬০, টেবিল ফ্যান প্রতীকে প্রার্থী শরীফ মাহমুদ সায়েম পেয়েছেন ৫১। মোট ৫৪.০১ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
অন্যদিকে ইসলামাবাদ ইউপি ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ নির্বাচনে আতাউর রহমান (তবিদ) তালা প্রতীকে ১২৭ ভোট বেশি এ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফল আতাউর রহমান (তবিদ) তালা প্রতীকে পেয়েছে ৪৭৮ ভোট, অপর প্রার্থী শ্যামল চন্দ্র দাস মোরগ প্রতীকে পেয়েছেন ৩৫১ ভোট।
এর আগে সকাল ৮:৩০ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত একটানা ৯টি কেন্দ্রের ৫১টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারের সাথে কথা বলে জানা যায়, ইভিএম পদ্ধতি খুবই সহজ। কম সময়ে ভোট দেওয়া যায়। সবচেয়ে বড় কথা এ পদ্ধতিতে জাল ভোট দেওয়ার সম্ভাবনা নেই। ভোট দেওয়ার সময় ভোটরের ছবি স্ক্রিনে দেখা যায়। এ থেকে নিজের ভোটটি সঠিক হয়েছে।
ভোটপ্রয়োগ শেষে এক ভোটার বলেন, আমি শতভাগ বিশ্বাসী, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি, কারণ আমি ভোট দেওয়ার সময় আমার ছবি দেখতে স্ক্রিনে দেখতে পেয়েছি। আমি সত্যি খুবই আনন্দিত যে, আমি সহজ পদ্ধতিতে ভোট প্রয়োগ করেছি।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী মিজানুর রহমান বলেন, গত ২০ বছরেও মোহনপুরবাসী ভোট দিতে পারেনি। এবারই প্রার্থীদের স্বতঃফুর্তভাবে অংশগ্রহনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক নির্বাচন হয়েছে। এ বিজয় মোহনপুর ইউনিয়নের প্রতিটি জনগণের। আমার এই জয় আমি পুরো ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম। তিনি আরও বলেন, মোহনপুর ইউনিয়ন হবে সর্বস্তরের শান্তির নীড়। এই শান্তি নীড়ে কেউ অশান্তি করার চেস্টা করবেন না। আমরাও শান্তি বজায় রাখবো। এখনো সময় আছে, আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মোহনপুর ইউনিয়নকে শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ায় নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, সাংবাদিক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে। মোহনপুর ইউনিয়নবাসী দীর্ঘ ২০ বছরপর চেয়ারম্যান পদে এবার ভোট দেওয়ায় আমরা অনেক খুশি।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, মোহনপুর ইউপি’র উপ-নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ নির্বাহী ম্যাজিস্টেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল। সকলের আন্তরিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে সবাইকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর মৃত্যুবরণ করেন এবং ইসলামাবাদ ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাদের মৃত্যুতে ওই পদগুলো শূণ্য হয়।
নোহনপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৬৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮২ এবং নারী ভোটার সংখ্যা ৭ হাজার ৫৮০ জন। মোট ৯টি ভোট কেন্দ্র। মোট ভোট কক্ষের সংখ্যা ৪৮টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩ টি।
মোহনপুর ও ইসলামাবাদ ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!