‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালীর উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহসন তালুকদার পিএএ।
পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: সোহেল শেখের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল আহসন তালুকদার পিএএ। তিনি বলেন ন্যায্যমূল্যে নিরাপদ মানসম্মত পণ্য পাওয়া ভোক্তাদের মৌলিক অধিকার। ব্যবসায়ী-বিক্রেতাদের নৈতিক দায়িত্ব ন্যায্যমূল্যে নিরাপদ মানসম্মত পণ্য সরবরাহ করা। এ ক্ষেত্রে উভয় পক্ষকেই সচেতন হতে হবে।রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করেন। কোন ধরনের কারসাজি সহ্য করা হবে না বলে তিনি রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো.সোহেল,
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ,সেন্টারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ সহ প্রমুখ।