মোঃ আতাউর রহমান সরকার,মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপির চেয়ারম্যান পদে নৌকাকে সমর্থন দিয়ে ৭ প্রার্থী নির্বাচন থেকে সরে গেলেন বাকি রইলো একজন।
মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন আগামীকাল ১৬ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এর মধ্যে আজ অটোরিকসা প্রার্থী ব্যতিত বাকি সাত জন নৌকার পক্ষে একাত্মতা ঘোষণা করে নির্বাচন থেকে সরে গেলেন। আজ দুপুরে আওমীলীগ এর প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নিজবাড়িতে তার সুযোগ্য পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও মতলব উত্তর উপজেলা আওমীলীগ এর সাধারণ সম্পাদকের উপস্থিতে সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল এর অনুরোধে স্বাধীনতার স্বপক্ষ শক্তি নৌকা মার্কার পক্ষে একাত্মতা ঘোষণা করে নির্বাচনী থেকে সরে দাড়ান। তারা বলেন তাদের সকলের একটাই লক্ষ মোহনপুর ইউনিয়নকে রাজাকার মুক্ত করা ও মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া প্রতীককে বিজয়ী করা। একাত্ম হওয়া পার্থীরা হলেন,
আনারস প্রতীক প্রার্থী আবুল কাশেম মাস্টার, মোটর সাইকেল প্রতীক প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদার, ঘোড়া প্রতীক প্রার্থী অ্যাড. সেলিম মিয়া, চশমা প্রতীক প্রার্থী বদিউর রহমান, ঢোল প্রতীক প্রার্থী আবু হানিফ অভি, টেলিফোন প্রতীক প্রার্থী ফয়সাল আহমেদ নাদিম, টেবিল ফ্যান প্রতীক প্রার্থী শরীফ মাহমুদ সায়েম।
উল্লেখ্য এদিকে, মোহনপুর ইউনিয়ন উপনির্বাচনে
নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার (১৪ মার্চ) মধ্যরাতে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ভোটারদের কাছ গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রচারণার শেষদিনে জমে উঠেছে নির্বাচনী এলাকায়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন আবদুল হাই প্রধান। স্বতন্ত্র হিসেবে অটোরিকশা প্রতীকে প্রার্থী হয়েছেন কাজী মিজানুর রহমান, আনারস প্রতীকে প্রার্থী হয়েছেন আবুল কাশেম মাস্টার, মোটর সাইকেল প্রতীকে প্রার্থী হয়েছেন হাবিবুর রহমান হাফিজ তপাদার, ঘোড়া প্রতীকে প্রার্থী হয়েছেন অ্যাড. সেলিম মিয়া, চশমা প্রতীকে প্রার্থী হয়েছেন বদিউর রহমান, ঢোল প্রতীকে প্রার্থী হয়েছেন আবু হানিফ অভি, টেলিফোন প্রতীকে প্রার্থী হয়েছেন ফয়সাল আহমেদ নাদিম, টেবিল ফ্যান প্রতীকে প্রার্থী হয়েছেন শরীফ মাহমুদ সায়েম।
ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৬৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮২ এবং নারী ভোটার সংখ্যা ৭ হাজার ৫৮০ জন। মোট ৯টি ভোট কেন্দ্র। মোট ভোট কক্ষের সংখ্যা ৪৮টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩টি। অপরদিকে ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদে শুণ্যপদে প্রতিদ্বন্ধীতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, মোহনপুর ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। মোহনপুর ও ইসলামাবাদ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভাটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ মার্চ) নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ করা হবে।
এদিকে গত কয়েকদিনে ইউনিয়নের কয়েকটি স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। প্রার্থীদের পক্ষ প্রতিপক্ষ এবং বহিরাগতদের হামলায় একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অটোরিক্সা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান মঙ্গলবার বিকালে সাংবাদিককের বলেন, কিছু বহিরাগত লোক ইউনিয়নে প্রবেশ করে আমার কর্মীদের উপর সন্ত্রাসী আচরণ করেছে। গত তিনদিনে ৬ জন কর্মীকে মারধর করেছে। মহিলা কর্মীদেরও মারধর করেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো, আগামী ১৬ মার্চ নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ দিবেন, যাতে করে জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারে। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়ী হবো।