মতলব উত্তর প্রতিনিধি: মোহনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা প্রকাশ করছে সাধারণ জনগণ। নির্বাচন কে কেন্দ্র বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী সহ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া ও তার ভাই মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিমের উপর গুলিবর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে । গুলিবর্ষণের চেষ্টার পরে এলাকাবাসী তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়ে এবং ঝাড়ু মিছিল করে।
মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন আগামীকাল ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী এডভোকেট সেলিম মিয়া নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিকাল চারটার দিকে গণসংযোগ কালে পাঁচআনী গ্রামে এডভোকেট সেলিম মিয়া ও তার ভাই মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিমের উপর গুলিবর্ষণের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে কাজী মিজানের সমার্থকদের বিরুদ্ধে ।
তারা বলেন,এসময় হামলায় নেতৃত্ব দেয় কাজী মিজানের ভাই কাজী মতিন ও তার সমর্থক ইকরাম হোসেন প্রান্ত।
এবিষয়ে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া বলেন, আমরা নির্বাচনী প্রচারণার শেষ দিন হিসেবে আমার কর্মীদের নিয়ে গণসংযোগ কালে সন্ত্রাসী কাজী মতিন ও প্রান্তের নেতৃত্বে গুলিবর্ষণের চেষ্টা চালায়। এসময় আমার কর্মীরা দিকবিদিক দৌড়ে প্রাণ বাঁচায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর সুষ্ঠু নির্বাচনের অনুরোধ করছি এবং আমার কর্মীদের উপর গুলিবর্ষণের চেষ্টার বিচার দাবী করছি।
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম বলেন, গত কয়দিন ধরে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে কাজী মতিন ও তার সন্ত্রাসীরা। আজ ( মঙ্গলবার) আমার ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়ার ঘোড়া প্রতীকের এর গণসংযোগকালে আমাকে ও আমার ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া কে মেরে ফেলার উদ্দেশ্যে গুলিবর্ষণের চেষ্টা চালায়। আমি তাৎক্ষণিক মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কে টেলিফোনে জানিয়েছি।
গুলিবর্ষণের চেষ্টা করে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় তাৎক্ষণিক মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষ মিজানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে।