রবিউল আলম (ঢাকা) গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের ৪২নং ওয়ার্ডের কামারগাঁও শামসুল উলূম সরকার বাড়ী হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকেল হতে মধ্যে রাত পর্যন্ত সরকার বাড়ী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা কাওলা দক্ষিনখান শাইখুল হাদিস জামিয়া কাসেমিয়া শামসুল উলুম,মুফতি মিজানুর রহমান কাসেমী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কামারগাঁও বাইতুন নূর জামে মসজিদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি,ইঞ্জিনিয়ার জাফর আকরাম।
উক্ত মাহফিলে বয়ান পেশ করেন,ত্রিশাল মোমেনশাহী হযরত মাওলানা মোস্তাকিম বিল্লাহ সিরাজী ও কালিগঞ্জ বক্তারপুর মোহানী কেন্দ্রীয় জামে মসজিদ খতিব,মুফতি মাহফুজুর রহমান।
উক্ত মাহফিলে পৃষ্ঠপোষক ছিলেন,পূবাইল মীরের বাজার,মুক্তা ফার্মেসির স্বত্বাধিকারী ডা: মোঃ ইকবাল হোসেন মোল্লা ও পুবাইল থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী,মো: বাবুল পাঠান।
উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার মোত্তয়ালি শাহিনুর আলম সরকার (শাহীন)।অত্র মাদ্রাসার সভাপতি মোঃ শাহ আলম মুন্সী।অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক,সাইফুল আলম সরকার। অত্র মাদ্রাসা পরিচালক হাফেজ গাজী আব্দুল আল মাসুম।এসময় মাদ্রাসার ৯জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।