নওগাঁর পত্নীতলায় পৈতৃক সম্পত্তি বুঝে পেতে পত্নীতলা ভূমি অফিসের সামনে পিতা গাউছুল আজমের সাথে কথা বলছিলেন সাংবাদিক আলী মুর্তুজা। একপর্যায়ে আলী মুর্তুজার বড় ভাই ও দুই বোন মিলে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
রবিবার(১২ মার্চ) থানায় হাজির হয়ে সাংবাদিক আলী মুর্তুজা অভিযোগ দায়ের করেন।
থানায় দায়ের হওয়া অভিযোগ সুত্রে জানা যায় পত্নীতলা উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আলী মুর্তুজার সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে তারই পিতার সাথে বিরোধ চলে আসছিল। সম্পত্তি ভাগ বণ্টন নিরসন না হওয়ায় এ নিয়ে পিতা গউছুল আজমের সাথে কথা বলছিলেন সাংবাদিক আলী মুর্তুজা। একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দফতরের সামনে এক নং আসামী তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক, ২নং আসামী শামসুন্নাহার ও সিদ্দিকা মাজেদ তার উপর চড়াও হয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
স্থানীয় লোকজন তার চিৎকারে হাজির হলে আসামীদ্বয় সাংবাদিক আলী মুর্তুজাকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করার ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন সাংবাদিক আলী মুর্তজা। হুমকিদাতার শাস্তির দাবি ও তদন্তপূর্বক সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
এবিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্রদেবে সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।