৭ ই মার্চের ভাষন ছিলো প্রাক স্বাধীনতার ঘোষণা,রাস আল খায়মা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৭ ই মার্চের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
৭ ই মার্চের ভাষন ছিলো প্রাক স্বাধীনতার ঘোষণা, এই ভাষনের মাধ্যমে দিশেহারা জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছিল,অস্ত্রসজ্জিত পাক হানাদার বেষ্টনীর ভেতরে দাড়িয়ে অসীম সাহসিকতার সাথে সুকৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
রাস আল খায়মা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি মোহাম্মদ আব্বাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ও যুগ্ম সম্পাদক নুর আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি আই পি ইব্রাহিম আফলাতুন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আবুল ফজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, এমরানুল হক বাবুল,জিয়া উদ্দিন বাবলু, আবু বকর সিদ্দিক,আবু সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন যে ভাষনকে ইউনেস্কো সেরা ভাষন হিসেবে স্বীকৃতি দিয়েছে সেই ভাষন কে বিতর্কিত করার জন্য ৭৫ পরবর্তী সরকার নানা ষড়যন্ত্র করেছিল,যা এখনো অব্যাহত আছে তাদের সেই ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হবেনা।
নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে ৭ ই মার্চের ভাষন সবার কাছে পৌঁছে দিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন দেশ বিদেশে কাজ করে যাচ্ছে।
আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরী।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।