ইতিমধ্যে উন্নয়ন ও সম্ভাবনায় এশিয়ার অন্যতম দেশ হিসেবে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।
বাংলাদেশের ৫৩ তম মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ নানা দেশের নানা পেশার ব্যক্তিবর্গের সম্মানে আবুধাবি দূতাবাস এই অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট বর্গের ব্যাপক উপস্থিতিতে আবুধাবির পাঁচতরকা হোটেল ইন্টার কন্টিনেন্টালে অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু জাফরের সভাপতিত্বে এ অভ্যর্থনা অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন আমিরাত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মেদ বিন আল সায়েক।
উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি. এম জামাল হোসেন সহ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও আমিরাতের বিভিন্ন প্রদেশের প্রবাসী বাঙ্গালী কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ এবং বিভিন্ন পেশার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।