ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কবি মো: আতাউর রহমান সরকার এর নারীর মহিমা কবিতা

প্রতিবেদক
admin
মার্চ ৮, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নারীর মহিমা

মোঃআতাউর রহমান সরকার

হে নারী, তুমিএ ভুবনে মায়ার মোহনজালে;
হাজার জনম করেছো মোদের আদর সমান তালে।
তুমি হলো এ ধরায় মোদের একমাত্র আশা,
মোরা বাঁচি পেয়ে তোমার অফুরন্ত ভালোবাসা।

হে নারী, তুমি গড়ে তোল মোদের এ রঙিন দেহখানি;
কখনো পরিনামে দেই বিষে ভরা বাণী।
তবুও তোমার ভালোবাসার হয়না যে হানি,
আজীবন মোদের দিয়ে যাও ভালোবাসার হাতছানি।

তুমি আছো তাই এ ধরা হয়েছে যে ধন্য,
মোরা টিকে আছি সবে তোমার ভালোবাসার জন্য।
তোমার ই ভালোবাসা এ ধরায় অনন্য,
মোরা আছি সে তুলনায় অতি নগন্য।

মোর আশেপাশে ধরার বুকে আছে যত নারী,
এ দিবসে শ্রদ্ধা জানাই শির নত করি।
এ দিবসে প্রতিশ্রুতি নেই করবো নতদৃষ্টি,
যেন প্রতিক্ষণে প্রতি জনম থেকে যায় এ কৃষ্টি।

Don`t copy text!