কন্সুলেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে কন্সুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি বৃন্দ এবং কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপর কনসাল জেনারেলের নেতৃত্বে বাংলাদেশ কন্সুলেটের পক্ষ থেকে সকল কর্মকর্তা-কর্মচারী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ৭ই মার্চ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বানি পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান,ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব ফকির মনোয়ার। অনুষ্ঠানে জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দূতালয়ের প্রধান মোজাফফর হোসেন এর সঞ্চালনায়,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কন্সুলেট জেনারেল বিএম জামাল হোসেন তাঁর বক্তব্যে বলেন ১৯৭১ সালে আমরা চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করি যার পুরোটাই ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমরা এই দিনে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আরও উপস্থিত ছিলেন ডেপুটি কন্সুলেট জেনারেল শাহেদুল ইসলাম।
পরিশেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এবং প্রার্থনা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।