বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রামে একটি পুকুরে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার চোর সিন্ডিকেট এর প্রধান আতাউর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মৎসচাষী মামুনুর রশিদ বাদি হয়ে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে ডাঙ্গাপাড়া গ্রামের মকলেছুর রহমান এর ছেলে রনি কে গ্রেফতার করেছে।
জানা যায়, ঝিকরা ইউনিয়নের মরুগ্রামের জামাই মামুনুর রশিদ মুরুগ্রামের পল্লী চিকিৎসক সাইদ এর বাড়ি সংলগ্ন পশ্চিমে একই এলাকার ইয়াকুব দেওয়ানের কাছ থেকে একটি পুকুর তিন বছর মেয়াদী লিজ নিয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন। বুধবার দিবাগত রাতে ওই পুকুরে মাছ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে মাছ চাষী মামুনুর রশিদ ঘটনাস্থলে যায়। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে অবগত করালে পুলিশও ঘটনাস্থলে গিয়ে মাছ চুরির ঘটনা জানতে পারে। এরমাঝে অভিযুক্তরা পুকুর মালিকের কাছে এসে নিজেদের দোষ শিকার করে ক্ষমা প্রার্থনা করে বলে জানা যায়। স্থানীয়রা জানান, ওই এলাকায় মাছ চুরির একটি সক্রিয় সিন্ডিকেট রয়েছে। যার মুল হোতা মরুগ্রামের আসাদুল ইসলামের ছেলে আতাউর রহমান পলাতক রয়েছে। এলাকাবাসীর দাবী তাকে গ্রেফতার করলেই এলাকায় মাছ চুরি বন্ধ হয়ে যাবে।
পরবর্তীতে মাছ চাষী মামুনুর রশিদ শুক্রবার (৩মার্চ) মরুগ্রামের আসাদুল ইসলামের ছেলে আতাউর রহমানসহ পাাঁচজন কে আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা রায়হান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় অভিযুক্ত একজন কে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।