মোঃ বানি ইসরাইল গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহী গোদাগাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৮ টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
শনিবার (৪ মার্চ) দুপুর ১১.৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সরকারি কলেজ গেটের সামনে চেকপোস্ট বসিয়ে গেট মোঃ কামরুজ্জামান বাবু (২৭), নামের একজনকে আটক করে পুলিশ। কামরুজ্জামান চাঁপাই নবাবগঞ্জ সদর থানার, বগচর বা বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
তথ্যসূত্রে জানাযায়, শনিবার বেলা ১১.৩০ ঘটিকার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন গোদাগাড়ী থানাধীন গেদাগাড়ী সরকারি কলেজের গেটের সামনে চাঁপাই নবাবগঞ্জ টু রাজশাহী গামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট করার সময় ০৮( আট) টি স্বর্নের বার সহ আসামী কে গ্রেফতার করে থানা পুলিশকে ১২.৩০ ঘটিকার সময় খবর দিলে থানার চার্জ অফিসার ইন্সপেক্টর তদন্ত মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় মোবাইল টিমের অফিসার এস আই/ মোঃ আলতাফ হোসেন সঙ্গীয় ফোস সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধৃত আসামী সহ ০৮( আট) টি স্বর্নের বার যাহার ওজন ৯০০ গ্রাম বুঝিয়ে নেই।
আটকের পর আসামীকে জিজ্ঞেসাবাদ করলে জানাযায়, আসামী কামরুজ্জামান গোদাগাড়ী উপজেলায় আব্দুল বাশির নামের কাউকে এই স্বর্ণের বার গুলো দিতে এসেছিলেন। তবে এই স্বর্ণের বার উদ্ধারের সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারি কমিশনার (ভুমি) সবুজ হাসান। স্বর্ণের বার গুলোর মালিক সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
উদ্ধারের বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমরা ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছি। আসামী ও স্বর্ণ বার আমাদের হেফাজতে আছে। উক্ত স্বনের বার গুলো দেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ হতে অটোরিক্সা জোগে এসেছিলেন। স্বর্ণের বার গুলোর মালিক সম্পর্কে জানতে চাইলে ওসি জানান আসামীকে জিজ্ঞেসাবাদ চলছে, তদন্তের স্বার্থে আপাতত স্বর্ণ মালিকের নাম প্রকাশ করা যাচ্ছেনা।