মোঃ নুর সাইদ ইসলাম,ধামইরহাট উপজেলা প্রতিনিধি:
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ধামইরহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল ১০টার উপজেলা নির্বাচন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভায়
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের উপস্থিতিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো আসাদুজ্জামান, ওসি মোজাম্মেল হক কাজী, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে। বক্তারা আরও বলেন, জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া। এর আগে ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্যে বলেন, ধামইরহাট উপজেলায় ২০২২ সালে হালনাগাদ তথ্যমতে ৬ হাজার ১৮৯ জন নতুন ভোটার সহ ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৪৯৩ জন। এছাড়াও নতুন ভোটার নিবন্ধন, তথ্য হালনাগাদ সহ অন্যান্য সেবা নিয়মিত ভাবে প্রদান করা হচ্ছে।এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মোঃ নুর সাইদ ইসলাম ধামইরহাট উপজেলা প্রতিনিধি:
০২ মার্চ ২৩