বাবুল হোসেন মুক্তাগাছা প্রতিনিধি
মুক্তাগাছা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার:
কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে সমস্যাসমূহ চিহ্নিত করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মুক্তাগাছার নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, কান্দিগাঁওয়ে ১টি ‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ’ (এসিজি) কমিটি গঠন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক), মুক্তাগাছা-টিআইবি’র উদ্যোগে আজ দুপুরে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব কক্ষে এ কমিটি গঠন করা হয়।
জানা যায়, সনাক-টিআইবি মুক্তাগাছা ২০২২ সাল থেকে উপজেলাধীন শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি সেবার মানোন্নয়নে প্যাকটা প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। কার্যক্রমগুলোর মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানভিত্তিক প্রমাণনির্ভর অ্যাডভোক্যাসি পরিচালনা করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা। সনাকের সহযোগিতায় ইতোমধ্যে মোট ৪টি ‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ’ (এসিজি) এ কাজটি করে যাচ্ছে। অনুমোদিত প্রকল্পের ছক অনুযায়ী গত বছরের ন্যায় চলতি বছরেও মোট ৪টি প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে ১টি করে এসিজি কমিটি গঠনে করছে। উক্ত কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভার মাধ্যমে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করবে। চিহ্নিত সমস্যাসমূহ সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা পরিচালনা করবে। এর ফলে সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা পথ তৈরী হবে এবং সুশাসনের সংস্কৃতি শক্তিশালী হবে। এ লক্ষ্যেই উক্ত বিদ্যালয়ে এসিজি কমিটি গঠন করা হয়েছে। মোট ১৫ সদস্যবিশিষ্ট কমিটিতে ৯ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। এছাড়া ধর্মীয় এবং অর্থনৈতিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর ১৫ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। কমিটিতে ৩ সদস্য বিশিষ্ট নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। যেখানে ১ জন সমন্বয়ক ও ২ জন সহ-সমন্বয়ক (১ জন নারী) রয়েছে। সভায় সনাক সদস্য এবিএম জাহাঙ্গীর সেলিম এর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি অভিভাবক সদস্য উপস্থিত ছিলেন। এরিয়া কোঅর্ডিনেটর মো: দেলোয়ার এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মোহাম্মদ মুজাহিদুর রহমান। এছাড়া অফিস সহকারী ও ইয়েস সদস্যগণ সভা আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।