মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
আজ মঙ্গলবার দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন আসছেন। তার আগমন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে এই হাওর অঞ্চলে। পুরো কিশোরগঞ্জ সেজেছে নতুন রূপে। বিশেষ করে ইটনা- মিঠামইন – অষ্টগ্রাম এই অঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে কয়েকশত তোরণ। আশেপাশের বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে টানানো হয়েছে হাজারো ব্যানার-ফেস্টুন ইত্যাদি। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জে আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন বলে জানান কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল সেখ।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে সপরিবারে তিনি আতিথি হয়ে আসবেন। সেখানে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে হাওরের বিভিন্ন প্রজাতির মাছের ২০টি রেসিপি ও অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে।
এরপর বিকেল ৩টায় স্থানীয় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশগ্রহণ করে, প্রধান অতিথির আসন অলংকৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রথমবার মিঠামইন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন রাষ্টপতি আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। সুদীর্ঘ ২৫ বছর পর সপরিবারে অতিথি হয়ে মিঠামইন সফরে আসছেন প্রধানমন্ত্রী।