দিনাজপুরের বিরামপুরে গরীব ও স্বল্প আয়ের মানুষের মাঝে ভতুর্কি মূল্যের ”ফ্যামিলী কার্ডের” মাধ্যমে উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ৯ম পর্যায়ের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
এসময় ইউপি সদস্য মুক্তার হোসেন,আজগর হোসেন, আজগর আলী, রবিউল ইসলাম, মহিলা সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফেন্সি য়ারা ও আরিফুন্না বেগম, ইউপি সচিব মাসুদুর রহমান, টিসিবি দায়িত্ব প্রাপ্ত ডিলার হামিদ ও আবু আসলাম বাবু, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দিওড় ( উপকার ভোগীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানতে চাইলে, দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগে বিরামপুর দিওড় ইউনিয়নে ২২শ কার্ডধারী’র মধ্যে আজ ১নং থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত ইউনিয়নবাসী তাদের ফ্যামিতে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয় করেছেন। গরীব ও নিম্ম আয়ের কার্ডধারীরা সরকারী মুল্যে ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি ক্রয় করেছেন।