যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের স্মরণের মাধ্যমে পালিত হয়েছে ভাষা শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ২০২৩ এর প্রথম প্রহর।
দিবসের প্রথম প্রহরে হাইমচর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি হাইমচর উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটন কাজী সহ উপজেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ এর পক্ষথেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা ইলিয়াস পাটওয়ারী, সহ-সভাপতি রুহুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক রায়হান খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান আখন, শিল্প বিষয়ক সম্পাদক কাজী তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক সালাহউদ্দিন সরদার আঃ রাজ্জাক, সদস্য জাকির ছৈয়াল সহ হাইমচর উপজেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।