দুবাই ব্যাতিত সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সব প্রদেশে বাংলাদেশীদের ভিসা বন্ধ থাকায় দূর্বিপাকে পড়েছে বাংলাদেশী ব্যবসায়ীরা।
তারপরও থেমে নেই এই সব রেমিটেন্স যোদ্ধারা। দুবাই থেকে প্রতিষ্ঠানের লাইসেন্স এবং বাংলাদেশী কর্মচারীদের ভিসা নিয়ে প্রবাসী ব্যবসায়ীরা প্রতিষ্ঠান তৈরি করছেন আমিরাতের অন্যান্য প্রদেশে। এরই ধারাবাহিকতায় প্রবাসেও বাংলাদেশী খাবারের স্বাদ ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে আমিরাতের আল আইন সিটিতে যাত্রা শুরু করলো দুবাইয়ের লাইসেন্স ও ভিসাধারী বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান ” কর্ণফুলী দরবার রেস্টুরেন্ট।
সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর দুবাই। দুবাই ব্যাতিত সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সব প্রদেশে বাংলাদেশীদের ভিসা বন্ধ থাকায় বাংলাদেশী ব্যবসায়ীদের লাইসেন্স তৈরি এবং কর্মচারীদের ভিসা নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। তারপরও থেমে নেই তারা। দুবাই থেকে লাইসেন্স ও ভিসা নিয়ে প্রতিষ্ঠান তৈরি করছেন আমিরাতের অন্যান্য প্রদেশে। এরই ধারাবাহিকতায় আমিরাতের আলআইন সিটি তে যাত্রা শুরু করেছে দুবাই এর লাইসেন্স ও ভিসাধারি বাংলাদেশি প্রতিষ্ঠান ” কর্ণফুলী দরবার রেস্টুরেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে আগত বাংলাদেশী ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুবাইয়ের মত আমিরাতের অন্যান্য প্রদেশেও বাংলাদেশী ভিসা চালু এবং পরিবর্তনের ব্যবস্থা করার জন্য জোড়ালো দাবি জানান।
প্রতিষ্ঠানের সত্তাধিকারী ব্যবসায়ী জয়নাল আবেদীন এর উপস্থিতিতে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মেজবাহ উদ্দিন আহমেদ। উদ্ভোধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্যবসায়ী সামছুল করিম জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সৈয়দ রফিক আহমেদ, ব্যবসায়ী সেলিম রাজু, সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি। ব্যবসায়ী মুহিবুর রহমান, ব্যবসায়ী মাওলানা আজিজুর রহমান, ব্যবসায়ী আজিজ আহমেদ, ব্যবসায়ী জাহেদ হোসেন, সাংবাদিক সনজিৎ শীল সহ আরো অনেকে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজ আহমেদ।