হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নে নৌকার পক্ষে ভোট করার অপরাধে স্থানীয় বাসিন্দা মোস্তফা গাজী, আপসার গাজী, খলিল ঢালী,দেলু গাজী, তরমুতি বেগম এর উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ বিজয়ী গোড়া প্রতীকের সমর্থক শাহাদাত হোসেন সবুজ ও তার চাচা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদা, মন্টু পেদা, বাবুল পেদা এর বিরুদ্ধে।
মোস্তফা গাজী, আপসার গাজী, খলিল ঢালী,দেলু গাজী, তরমুতি বেগম জানান, গত ১৮ ফেব্রুয়ারি গাজীপুর ইউনিয়নের মনিপুর মুজিব কেল্লার তালা ভাঙচুর ও আমাদের জমি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে।
নৌকার মাঝি হাবিবুর রহমান গাজীর নৌকার পক্ষে ভোট করায় নির্বাচনের পর থেকেই প্রতিপক্ষ বিজয়ী প্রার্থীর সমর্থক শাহাদাত হোসেন সবুজ সহ কয়েকজন তার আমাদের হুমকি ধুমকি এবং জমি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে এবং আমাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করছে।
মোস্তফা গাজী, আপসার গাজী, খলিল ঢালী,দেলু গাজী, তরমুতি বেগম হামলা কারীর বিরদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ ঘটনায় হাইমচর থানার ওসি আশরাফ উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।