‘দৈনিক পত্রিকা’র অনুমোদন নিয়েও যারা প্রতিদিন পত্রিকা প্রকাশ করেন না, তাদের ডিক্লেয়ারেশন বাতিলে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এরই মধ্যে এ ধরনের ১০০ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, মফস্বলে বেশিরভাগ পত্রিকায় অনিয়মিত এবং যেদিন সরকারি বিজ্ঞাপন পায় সেদিন অল্প করে ছাপা হয়। মিডিয়া তালিকায় ছাপার কথা আছে ১৫ হাজার, ছাপা হয় ৫০ কপি। এমন পত্রিকার তালিকা করা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনটি বিভাগে ৬৭ টি দৈনিক পত্রিকা অনিয়মিত ছাপা হচ্ছে বলে একাধিক তদন্তে প্রমাণিত হয়েছে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানান তথ্য মন্ত্রী । রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে তদন্তে প্রমাণিত হয় বলে জানান।