সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী ও মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান উপদেষ্টা এস এম ইয়াকুব আলী বলেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিঃস্বার্থ ভাবে জনগণকে সেবা দিয়ে যাওয়া। এলাকার জনগণকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক তারাই যারা নিজের শ্রম, ঘাম, অর্থে সেবা দিয়ে এ মণিরামপুরকে আলোকিত রাখতে চায়। ধন্যবাদ জানাই এ সংগঠনদের যারা রক্তদান ছাড়াও করোনাকালিন সময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার রাতে মণিরামপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি ও লেখক অলিয়ার রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মেহেদী হাসান, হাজী মোহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক সত্যরঞ্জন সরকার, বীরমুক্তিযোদ্ধা অকিল চন্দ্র বিশ্বাস, দেশসেরা উদভাবক মিজানুর রহমান, আমরাও মানুষের এডমিন স্বপ্না খাতুন প্রমুখ। এসময় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সাংবাদিকদেরে হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।