বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন আগামীর সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাত ধরে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদের অধ্যয়ন করতে হবে মানবিক মানুষ হওয়ার। তোমাদের মাদক, সন্ত্রাস, ইভটিজিংকে রেডকার্ড দেখাতে হবে। আমরা এই প্রতিষ্ঠান নিয়ে গর্ব করি। প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক তোমাদের সঠিক পথের দিশারী। তোমাদের সেই পথ অবলম্বন করতে হবে। তোমাদের গড়ে উঠতে হবে এই সমাজের জন্য, দেশের জন্য। আমরা এই সমাজকে, বগুড়াকে, তথাপি এই দেশকে তোমাদের আলোয় রাঙাতে চাই। সবার আগে আমাদের দেশ, তাই আমাদের সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। জাতির পিতার কথার মত ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবানা’, ঠিক সেভাবে তোমরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞানের আলো থেকে কেউ দাবায়ে রাখতে পারবেনা। তোমাদের ১০ বছরের অর্জিত জ্ঞানের পর আজ এখানে এসেছো। তোমাদের অবশ্যই এই শিক্ষাপ্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রাখতে হবে। তোমাদের মনে রাখতে হবে পিতামাতার পর এই সমাজে বা এই জগতে যদি জাগতিক ভাবে গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় কেউ হয়ে থাকে তারা হচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষকৃবন্দ। তাই শিক্ষকের যে প্রাপ্য সম্মান তা যেন সবসময় অক্ষুন্ন থাকে। আমাদের বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আমাদের দেশ ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ। তাই সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। সকল শিক্ষার্থীকে মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। যাতে করে আগামীর সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আত্মনিয়োগ করতে পারে।
এসময় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও অভিভাবক সদস্য অধ্যাপক ডাঃ শাজাহান আলী, অভিভাবক সদস্য সাইরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।
ওই নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখার মানবিক বিভাগের ফরম শিক্ষক কাজী মুঞ্জুরুল হক, মোস্তাকিম হোসাইন, বিজ্ঞান শাখার ফরম শিক্ষক এএসএম সালাহ উদ্দিন, আহসান হাবিব, ব্যবসায় শিক্ষা শাখার ফরম শিক্ষক হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ কাওছারীন খাতুন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ২য় পর্বে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উপলকক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।