মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কুলিয়ারচরে মেসার্স সালমান এন্টারপ্রাইজের উদ্বোধন সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক  ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস আজ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা ব্যস্ত প্রবাস জীবনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশী যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন চিন্ময় কৃষ্ণদাস এর মুক্তির দাবিতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-২৩ কুলিয়ারচরে ৪ ইউপি চেয়ারম্যান অপসারণ, অফিস আদেশ জারি আবুধাবির লিওয়া এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন প্রবাসী মোহাং শাহিন আলম। মুক্তি পাচ্ছে শওকত সজল অভিনীত ‘ভয়াল’
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

আগামীর সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাত ধরে- এসপি সুদীপ-DBO-News

মিরু হাসান, বগুড়া জেলা সংবাদদাতা / ১০২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪০ অপরাহ্ণ

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন আগামীর সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাত ধরে।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদের অধ্যয়ন করতে হবে মানবিক মানুষ হওয়ার। তোমাদের মাদক, সন্ত্রাস, ইভটিজিংকে রেডকার্ড দেখাতে হবে। আমরা এই প্রতিষ্ঠান নিয়ে গর্ব করি। প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক তোমাদের সঠিক পথের দিশারী। তোমাদের সেই পথ অবলম্বন করতে হবে। তোমাদের গড়ে উঠতে হবে এই সমাজের জন্য, দেশের জন্য। আমরা এই সমাজকে, বগুড়াকে, তথাপি এই দেশকে তোমাদের আলোয় রাঙাতে চাই। সবার আগে আমাদের দেশ, তাই আমাদের সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। জাতির পিতার কথার মত ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবানা’, ঠিক সেভাবে তোমরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞানের আলো থেকে কেউ দাবায়ে রাখতে পারবেনা। তোমাদের ১০ বছরের অর্জিত জ্ঞানের পর আজ এখানে এসেছো। তোমাদের অবশ্যই এই শিক্ষাপ্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রাখতে হবে। তোমাদের মনে রাখতে হবে পিতামাতার পর এই সমাজে বা এই জগতে যদি জাগতিক ভাবে গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় কেউ হয়ে থাকে তারা হচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষকৃবন্দ। তাই শিক্ষকের যে প্রাপ্য সম্মান তা যেন সবসময় অক্ষুন্ন থাকে। আমাদের বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আমাদের দেশ ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ। তাই সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। সকল শিক্ষার্থীকে মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। যাতে করে আগামীর সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আত্মনিয়োগ করতে পারে।

এসময় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও অভিভাবক সদস্য অধ্যাপক ডাঃ শাজাহান আলী, অভিভাবক সদস্য সাইরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।

ওই নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখার মানবিক বিভাগের ফরম শিক্ষক কাজী মুঞ্জুরুল হক, মোস্তাকিম হোসাইন, বিজ্ঞান শাখার ফরম শিক্ষক এএসএম সালাহ উদ্দিন, আহসান হাবিব, ব্যবসায় শিক্ষা শাখার ফরম শিক্ষক হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ কাওছারীন খাতুন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ২য় পর্বে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উপলকক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!