নয়ন হাসান বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৪ জন জুয়াড়ীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন, উপজেলার শ্রীপুর গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ রাজু আহমেদ (৩২), একই গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ সোহাগ বাবু (৩২), মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ মারুফ হোসেন (৩৮) এবং মৃত. মিরাজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আতাউর রহমান (৫০)।
মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্তের দিক-নির্দেশনায় অফিসারদ্বয় ও সর্ঙ্গীয় ফোর্সসহ উপজেলার শ্রীপুর গ্রামে মোঃ একরামুল হকের বাড়িতে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে থানা পুলিশ অভিযান চালান। এসময় আইন অমান্য করে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে চার জুয়াড়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার ১ বান্ডিল তাস, নগদ ৫ হাজার ৩ শত ১০ টাকা পুলিশ উদ্ধার করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, এ ঘটনায় থানার মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য দিন, সেবা নিন। অভিযান চলমান রয়েছে।