পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিন
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এইদিনে অনেকে ভালোবাসার মানুষ ও তাদের প্রিয়জনদের কে ফুল উপহার দেন। আর এই দিবসটিকে ঘিরে কুড়িগ্রামের রাজারহাটে ও বেড়েছে ফুলের চাহিদা
গতকাল সন্ধ্যা থেকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ব্যস্ত হয়ে ওঠেছে ফুলের দোকান গুলো । নির্ধারিত দোকানের বাইরে রাস্তার পাশে ভ্যানে পশরা সাজানো হয়েছে।
গোলাপ, রজনীগন্ধা, লিলি, গাঁদা, জিপসি, রঙ্গন, জারবেরা, কাঠমালতি, অর্কিডসহ অসংখ্য ফুল ক্রয় করতেছেন ক্রেতারা । তবে কুড়িগ্রামের কয়েকজন ফুল ব্যবসায়ীর নয়নের সঙ্গে কথা বল্লে
তারা বলেন, আমরা ১০/১২ বছর ধরে ফুল বিক্রি করি। বিশেষ দিনে বেশি বেচাকেনা হয়। এই দিনে ফুলের চাহিদা বেশি হওয়াই দাম একটু বেশি। কিন্তু বিশেষ দিন উপলক্ষে ক্রেতারা দাম একটু বেশি নিয়ে কোনো প্রশ্ন করে না। এ বছর ক্রেতার সংখ্যা বেশি। তাই বেশি লাভের আশা করছি।
কুড়িগ্রাম মহিলা সরকারি কলেজের শিক্ষার্থী ইভা আক্তার বলেন, দীর্ঘদিন পর একটা দিবসে হাঁফ ছেড়ে কিছুটা আনন্দ উপভোগের সুযোগ হয়েছে। তাই ফুল কিনতেছি।
আজ মঙ্গলবার শাড়ি পরে বন্ধুদের সাথে বের হয়েছি। এই ফাল্গুনে অন্তরের প্রত্যেকটি বেদনা পুড়ে যাবে।