শ্রীনগরে আটপাড়ায় সন্ত্রাস,নৈরাজ্য, অপরাজনীতির, প্রতিবাদে শান্তি সমাবেশ
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শ্রীনগর উপজেলা বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতির,প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।শনিবার ১১ফেব্রুয়ারী বেলা১০টার সময় আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর প্রধান কার্যালয়ে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আটপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুর এর নেতৃত্বে উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিল্লাল হোসেন,শাহাদাৎ হোসেন,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল্ মামুন টিপু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান,সহ সভাপতি কাউসার বেপারী,স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রাকিব হোসেন,যুবলীগ নেতা মোহাম্মদ আলী ক্লে,স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সজিব,সাংগঠনিক সম্পাদক কানন,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কাদির চান,যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক,ছাত্রলীগ নেতা সেলিম শিকদার,তামিম মৃধা,শরীফ সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।