ময়মনসিংহর ভালুকা উপজলা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর উপজলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে।
আহত নারীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাত তানিয়া আক্তার বাদী হয় ইউপি মেম্বারসহ ১২ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার সোনাখালী গ্রামে প্রবাসী ফরিদ মিয়াদের সাথে একই এলাকার মোস্তফা গংদের জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল ওই জের ধরে ঘটনারদিন দুপুর ৯নং ওয়ার্ডের মেম্বার ইউসুব আলীর ও মোস্তফার নেতৃত্বে ৩০/৩২ জনের একটি সঙ্গবন্ধ দল দা,লাঠি,রড নিয়ে ফরিদ মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়, এসময় নারীরা বাধা দিতে আসলে তাদের উপর হামলা চালায়।
হামলায় মল্লিকবাড়ী শহিদ নাজিমউদ্দিন স্কুুল এন্ড কলেজর এস.এস.সি পরিক্ষার্থী জাকিয়া সুলতানা(১৫), জামিলা খাতুন(৪৫),আকলিমা খাতুন(৪৩), রুমলা খাতুন(৫০),সালমা খাতুন (৩০)ও রহিমা খাতুন (৭০) আহত হন। আহতদের উদ্ধার করে প্রথম ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে আশংকাজনক অবস্হায় ৬ নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তানিয়া আক্তার জানান, ইউসুব আলী মেম্বার ও মোস্তফাসহ ৩০/৩২ জনর একটি সন্ত্রাসী দল অতর্কিত ভাবে আমাদের বাড়িতে এসে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারপিট করে আহত করেন ।
হামলকারীরা বাড়ি নির্মানের জন্য ৮লাখ টাকা মূল্যর ৮টন রডসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।এসময় বাড়িত ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। ইউপি সদস্য ইউসূব আলীর এই ঘটনার সাথে আমি জড়িত না। প্রতিপক্ষ মোস্তফা জানান, আমাদের উপর তারা হামলা করেছে। ভালুকা মডল থানার ওসি কামাল হোসন বলেন মামলা প্রক্রিয়াধীন। আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার চেষ্ঠা চলছে।