১১ ফেব্রুয়ারী ইউনিয়ন পদযাত্রা কর্মসূচীতে অনাকাঙ্খিত ঘটনার দায় আওয়ামী লীগ ও প্রশাসন দায়ী
আগামীকাল ১১ ফেব্রুয়ারী শনিবার বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির দিন আওয়ামী লীগ ‘পাল্টা কর্মসূচি’ দিয়ে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি জানান, আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির কারনে উদ্ভূত পরিস্থিতির সব দায় আওয়ামী লীগ ও সরকারকেই বহন করতে হবে। আজ শুক্রবার বেলা ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সংম্মলনে এসব অভিযোগ করেন তিনি। বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে উসকানি ও উদ্দেশ্য প্রনোদিত বলে মন্তব্য করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ ভিপি হারুন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন সাবু, সদস্য সচিব অ্যাডভোকেট হাছিবুর রহমান। নেতৃবৃন্দ জানান, ১০ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন সংগ্রাম আলতে থাকবে।এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।