চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এবং মূল্য তালিকা না থাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি জানান , বিকেলে শহরের মিশন রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় চাঁদপুর ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং একতা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) শহরের বাবুরহাট এলাকায় দুটি ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা করে ৬হাজার টাকা জমিরানা আদায় করা হয়।
তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান, ভবিষ্যতে যেন মেয়াদোত্তীর্ণ ঔষুধ না পাওয়া যায় সে বিষয়ে ব্যবসায়ীদেরকে আইনগত সতর্ক করা হয়েছে। এছাড়াও ওই এলাকার ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে মনিটরিং করা হয়েছে। একই সাথে আসন্ন রমজানকে কেন্দ্র করে কোন ব্যবসায়ী যেন অনৈতিকভাবে কোন পণ্যের দাম না বাড়ায় সে বিষয়ে সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
পৃথক অভিযানের সময় সার্বিক সহযোগিতা করেকনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. বিপ্লব সরকারও চাঁদপুর জেলা পুলিশের দুটি দল ।