চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে রবি মৌসুমে বোরো চাষের জন্য প্রায় সাড়ে ৫শ’ হেক্টর জমি রয়েছে। এসব জমিতে সেচের পানি সংকট দেখা দেয়। পানি সরবরাহ না হওয়ায় কৃষকের মাঝে হতাশা দেখা দেয়। পানি সংকটের কারনে বীজতলা প্রস্তুত করতে দেরি হওয়ায় অনেক কৃষকের বীজ নষ্ট হয়ে যায়।
বোরো চাষের জন্য পানি সরবরাহ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীর সহযোগিতায় খাল পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করনে।
৮ ফেব্রুয়ারী বুধবার চান্দ্রা ইউনিয়নের সরেজমিন পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ। এসময় তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক প্রতিটি এলাকার কৃষি জমিতে বোরো চাষের জন্য উদ্যোগ হাতে নিয়েছি। যে সকল স্থানে পানি আবদ্ধ রয়েছে সে সকল স্থান চিহ্নিত করে কাজ করছি।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, উপ সহকারী কৃষি কর্মকর্তা চন্দনাথ দাস, ইউপি সদস্য মিজানুর রহমান উপস্থিত ছিলেন।