ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা ফেরীর সাথে কোন জেলে নৌকার ঘটনা ঘটেনি বলে দাবী করছেন ফেরীর মাষ্টার এনামুল হক।
৬ ফেব্রুয়ারী সোমবার ফেরীতে তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।
মাষ্টার এনামুল হক বলেন, আমাদের ফেরী ছাড়ার রেকর্ড বই রয়েছে। তাতে উল্লেখ রয়েছে হরিণা ফেরীঘাট থেকে ৩১ জানুয়ারি ভোর ৪টা ১৫ মিনিটে এই ফেরীটি ১৭টি ট্রাক ও অন্যান্য যানবাহন নিয়ে নরসিংপুর ফেরীঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে নদীতে ভাটা থাকার কারনে লক্ষীপুর হয়ে ফেরী চ্যানেল ধরে নরসিংপুর ঘাটে ৫ টা ১৮ মিনিটে পৌঁছায়। কিন্তু নিহত সুনু গাজীর ভাই শুক্কুর গাজী থানায় অভিযোগ করেন তার ভাই রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটে ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা ফেরীর সাথে ধাক্কা লেগে নিখোঁজ হন। আর এর প্রেক্ষিতেই আমি দাবী করছি আমাদের ফেরীর সাথে কোন প্রকার জেলে নৌকার ধাক্কা লাগেনি। অতএব জেলে নিহতের ঘটনায় এ ফেরীটিকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন।
এ বিষয়ে ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা ফেরীর অপর মাস্টার নুরল করিমও একই সুর মিলিয়ে বলেন, আমাদের ফেরীর সাথে কোন জেলে নৌকার ধাক্কা লাগলে আমরা শুনতে পেতাম কিন্তু তা হয়নি।হয়তো জেলে নৌকার সাথে অন্য কোন জাহাজের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা চাই যারা প্রকৃত দোষীদের বিচার হউক।
এ বিষয়ে হরিণা ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্তেই কে বা কারা দোষী আর কারা নির্দোষ তা বেরিয়ে আসবে।