চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করেছেন,যার সুফল দেশের প্রতিটি নাগরিক ভোগ করেছেন। জননেত্রী নতুন করে স্মাট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। স্মাট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াত জোট দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা পরিহার করতে হবে,দলের ঐক্য দলের বিজয় নিশ্চিত করবে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন কবির সুমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিজি, সহ-সভাপতি মোঃ ইউনুছ শেখ,সদর উপজেলা যুবলীগের,যুগ্ন আহবায়ক শিমুল হাসান শাবনূ,তাজুল ইসলাম মিয়াজী।
৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুহাম্মদ কাউছার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ ও ছাত্রলীগ নেতা শাহজালাল খানের যৌথ পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন,সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, আবুল হাসনাত নয়ন, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান টিটু প্রমূখ।
সম্মেলেনে লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী ৩ বছরের জন্য ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ কায়ছার ও সাধারণ সম্পাদক জুয়েল শেখ। উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রদান করেন সাদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।