ফরিদপুরে হতদরিদ্রদের স্বাস্থ্যসম্মত সেনেটেশন স্থাপনের লক্ষ্যে সহজ শর্তে ঋণ প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ঝিলটুলির বেলপেয়াতো রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের উদ্যোগে ও জেলার এসডিসি এনজিও এর সহযোগীতায় স্বাস্থ্য সম্মত সেনেটেশন নিশ্চিত করার লক্ষ্যে একটি ঋণ প্রকর্প হাতে নিয়েছে।
ফরিদপুর পৌরসভা এরিয়াকে পাইল্ট প্রকল্প হিসাবে কর্মসুচী শুরু হবে। ফরিদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মতিউর রহমান শামিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সোসাইটি ডেভোলাপমেন্ট কমিটির (এসডিসি) নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এফডিএর নির্বাহী পরিচালক আজাহার হোসেন, ফিনিশ মন্ডিয়াল প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মো. খালিদ মাহমুদ সজিব, মো.জাহিদুল আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এস. এম. মাসুদুর রহমান তরুন প্রমুখ। হতদরিদ্ররা যেন সহজ শর্তে ও স্বল্প সুদে সেনেটেশন নির্মানের জন্য ঋন পেতে পারে সেবিষয়ে লক্ষ্য রাখার দাবি বক্তাদের।