উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন সীমা আক্তার নামের এক নারী। সোমবার বিকেলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সন্তান জন্ম দেন সীমা। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী।
সীমার স্বামী মো. আমিনুল হক জানান, সোমবার সকালে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে একটি অটোরিকশা করে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে ফুটফুটে তিনটি কন্যা শিশুর জন্ম হয়।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি বলেন, সীমা আক্তার প্রসবব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা। স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধানে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে এক ঘণ্টায় তিনটি কন্যাসন্তান জন্ম দেন। দুটি সন্তানের ওজন ঠিক থাকলেও একটির ওজন কম। তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনা জানাজানি হলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।