টাঙ্গাইলে হত্যা মামলায় মজিদ নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সুরুজ সরকার এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌসুলি (পিপি) মো. মনিরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘২০১৭ সালের ২৭ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মজিদের সঙ্গে নওশের আলীর ঝগড়া হয়। একপর্যায়ে কোদালের কোপে আঘাতপ্রাপ্ত হয়ে নওশের আলী মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।’
মনিরুল ইসলাম খান আরো বলেন, ‘একই বছরের ১০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুজনের নাম বাদ দিয়ে মজিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।’