খুলনার দাকোপের বাজুয়া- খুটাখালী আসন্ন ৪০ তম বষীয় মহা নামযজ্ঞকে সামনে রেখে ঐতিহ্যবাহী “আর্য্য হরি সভা” মন্দিরে বিরামহীন গতিতে চলছে উন্নয়ন কাজ। আজ ১২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টারদিকে হরিসভার নির্বাহী কমিটির সদস্যদের সহায়তায় হরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের পরিকল্পনায় হরিসভার শোভাবর্ধনে খুটাখালী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী স্বর্গীয় বিনয় ভুষন দে মহাদয়ের পুত্রদ্বয় যথাক্রমে মানিক লাল দে, গৌতম দে ও বিশ্বজিৎ দে – এর অর্থায়নে ও পরিচালনায় তদ্বীয় মাতার নামানুসারে ” আরতী পুষ্প কানন” এর কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। দাতা পরিবারের পক্ষে গৌতম দে, হরি সভার কার্য নির্বাহী সদস্যবৃন্দ, নারী-শিশু সহ বিভিন্ন শ্রেনী পেশার ভক্তমন্ডলীদের সাথে নিয়ে পুষ্প কাননের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের সদস্য ও হরিসভার মহা-পরিচালক সরোজিত কুমার রায়। উদ্বোধন শেষে সমগ্র মানব জাতি ও দাতা পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা ও মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে চালনা পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সনত কুমার বিশ্বাসের অর্থয়ানে হরিসভার পুরাতন ফটকের পশ্চিম
প্বার্শে সুদৃশ্য ও প্রসস্হ্য নতুন ফটকের নির্মাণ কাজ শুভ উদ্ধোধন করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,খুলনা জেলা পরিষদ সদস্য ও আর্য্যহরিসভার
মহাপরিচালক সরোজিত কুমার রায়,হরিসভার উপ মহাপরিচালক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
মানস কুমার রায়,জীতেন্দ্রনাথ বিশ্বাস,সাবেক সাধারন
সম্পাদক নিমাই চাঁদ দাস কোষাধক্ষ্য শ্যামল কুমার রায়,,প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন
কুমার রায়,বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক ঢালী,সহ সাধারন সম্পাদক প্রবীর রায় কাপী,সজল বম্মচারী,দেবব্রত সরকার দেবু,
সাংবাদিক তুষার কান্তি দাস,সবুজ সরকার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী,সুশিল সমাজের নেতৃবৃন্দ।