‘তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ’ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন।
সংগঠনটি ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০০৪ সালে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বজায় রেখেছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় সংগঠনের দেড়যুগ পূর্তি উপলক্ষে আগামী ১১ জানুয়ারি, ২০২৩ রোজঃ বুধবার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষাবৃত্তি পুরস্কার দেড়যুগ পূর্তি উদযাপন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, ইস্ট কেন্ট মেডিকেল বিশ্ববিদ্যালয় (ইউকে) ডাক্তার মোহাম্মদ সাকেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসংগত,তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে গত ১২ই ডিসেম্বর রোজঃ রোববার ওটারচর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১১ জানুয়ারি রোজ বুধবার সম্মানিত অতিথিদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি পুরস্কার প্রদান করবেন বলে আজ দুপুরে দৈনিক বাংলার অধিকার কে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ। তিনি বলেন ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ইনশাআল্লাহ আগামী বুধবার ১১ জানুয়ারি আমরা সফল ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী।