কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে দন্ড প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম।
সোমবার (২ জানুয়ারী ) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ও নাগেশ্বরী উপজেলা প্রশাসনের সহায়তায় নাগেশ্বরী পৌরবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে ০২ (দুই)টি দোকানে অভিযান চালিয়ে মোট ৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসন তাদের এই অভিযান পরিচালনায় সহায়তা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনাও প্রদান করা হয়।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করে যাচ্ছে। রাজধানী ঢাকাসহ সারাদেশেই পলিথিন বিরোধী অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হলো নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন এবং বাজারজাতকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। কারখানা বন্ধ করার পাশাপাশি বিপুল পরিমাণ পলিথিন জব্দও করা হয়। কিন্তু এতোকিছুর পরও থেমে নেই পলিথিনের আগ্রাসন।
তিনি আরো বলেন, পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি সামগ্রী, কাপড়ের ব্যাগ ও কাগজের ঠোঙ্গার ব্যবহার বাড়াতে হবে। পলিথিনের ক্ষতিকর দিক থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। এ বিষয়ে সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে।