কুমিল্লা জেলার মুরাদনগরে অভাবের তাড়নায় মা পারভীন আক্তার (৪৫) ও মেয়ে মীম আক্তার (১৩) আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার ভোর রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, পারভীন আক্তারের স্বামী ইব্রাহিম মিয়া দেড় বছর পূর্বে মারা গেছে। তাদের সংসারে দুই ছেলে ও মানসিক ভারসাম্যহীন মীম আক্তার নামে একটি মেয়ে রয়েছে।
চরম অভাব অনটনের মধ্যদিয়ে দিন কাটছিল তাদের সংসার। গত ৩ বছর ধার-দেনা করে একমাত্র মেয়েকে সুস্থ্য করে তুলতে চিকিৎসা চালিয়ে যায় মা পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মীম আক্তার সুস্থ না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয় সে।
শনিবার ভোরে মীম আক্তারের চিৎকারে আশ-পাশের লোকজন এসে দেখে দু’জনেই বিষপানরত অবস্থায় মৃত্যুর যন্ত্রনায় ছটফট করছে। তখন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলার গৌরীপুর নিয়ে যাওয়ার পথে রাস্তায় মা পারভীন আক্তার মারা যায়। পরে মীম আক্তারও দুপুর ১২টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী জান্নাত আক্তার বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোর রাত আনুমানিক ৪টার দিকে আমার ননদ মীম আক্তারের চিৎকারে ঘুম ভাঙ্গলে দৌড়ে গিয়ে দেখি তারা দু’জনে মৃত্যুর যন্ত্রনায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠাই।
মুরাদনগর থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সূরতহালপূর্বক লাশ উদ্ধার করে আসি
এখন ময়না তদন্ত করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।