লক্ষ্মীপুর ভবানীগঞ্জ হাই স্কুলে নাইট গার্ড ( নৈশ প্রহরী) পদে চাকুরী প্রার্থী আকরাম হোসেনকে পরিকল্পিত ভাবে অপহরন করা হয়। অপরাপর প্রতিদ্বন্ধি চাকরী প্রার্থীদের বিরুদ্ধে এ ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে। নিয়োগ পরীক্ষার আগের দিন ( মঙ্গলবার) রাতে বাসার সামনে থেকে তাকে অপহরন করা হয়। পরের দিন বুধবার অপহৃতকে চট্রগ্রাম থেকে উদ্ধার করে সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসতালে ভর্তি করে পরিবার। এদিকে অনিবার্য কারন দেখিয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ জহির বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ভবানীগঞ্জ হাই স্কুলে দীর্ঘদিন যাবত মাস্টার রুলে ( অস্থায়ী নিয়োগ) নাইট গার্ডের চাকরির সুবাধে স্কুল এড়িয়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন মোঃ জহির। জহিরের দাদাও মাস্টাররুলে এই স্কুলের নাইট গার্ড ছিলেন। ইতিমধ্যে নাইট গার্ড পদে স্থায়ী নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়। জহিরের বয়স না থাকায় তার ছেলে আকরামসহ ৭ জন আবেদন করে। পিতার সূত্রে আকরাম চাকরিটা পাবে এমন একটা জনশ্রুত চলছিল। গত ২৮ ডিসেম্বর বুধবার স্কুল প্রাঙ্গনে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারন করা হয়। পরীক্ষার আগের দিন মঙ্গলবার রাত ৮ টার দিকে প্রার্থী আকরাম বাড়ি থেকে চৌরাস্তা বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। মোবাইল ফোনও বন্ধ। বিভিন্নস্থানে খোজাখুজিঁ করেও তাকে পাওয়া যায়নি। পরের দিন বুধবার সকাল ৮ টার দিকে ফোন করে জানানো হয়, আকরামকে অজ্ঞান অবস্থায় চট্রগ্রাম রেল লাইনের উপর থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ভিকটিমকে চট্রগ্রাম থেকে এনে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপহরেনের খবর জানাজানি হলে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এদিকে অনিবার্য কারন দেখিয়ে বুধবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করে নিয়োগ বোর্ড। ভিকটিমের বাবা জহির জানান, আমার ছেলে যাতে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে না পারে সে জন্য তাকে পরিকল্পিত ভাবে অপহরন করা হয়।