সারা দেশের ন্যায় একযোগে দিনাজপুরের বিরামপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ নং ও সরকারী প্রাথমিক মডেল বিদ্যালয় কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখা ছিলো ৬৫৫ জন এর মধ্যে ৯ জন অনুপস্থিত থেকে পরীক্ষা দিয়েছে ৬৪৬জন। পরীক্ষা কেন্দ্র সচীব পূর্ণ চন্দ্র রায় জানান, ৬৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলের সংখ্যা ২৫১ ও মেয়ের সংখ্যা ৪০৪জন।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন এসে বলেন, পরীক্ষা সুন্দর ও উৎসবমুখর পরিবেশে কমলমতি ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, এছাড়াও তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে শ্রেনীকক্ষে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন যাতে করে ভবিষ্যতে বিরুপ আবহাওয়ায় পরীক্ষা দিতে ছাত্র-ছাত্রীদের কোন অসুবিধা না হয়।
উল্লেখ্য,এই প্রথম একদিনে মাত্র ২ঘন্টায় পরীক্ষার্থীদেরকে ৪টি বিষয়ে পরীক্ষা দিতে হলো।