রংপুর সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী সহিংসতায় ফুলু নামে একজন পরাজিত কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে বিজয়ী প্রার্থী কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাদা আরমানের সমর্থকরা। হামলায় সাতজন আহত হয়েছেন।
দৈনিক বাংলার অধিকার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এ নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ফুলু হেরে যান। কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাদা আরমানের বিজয়ী প্রার্থীর সমর্থকরা সন্ধায় ফুলুর নুরপুরের বাড়িতে হামলা চালায়। এ সময় ফুলুর স্ত্রী-সন্তানসহ ৭ জনকে আহত করেন হামলাকারীরা। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানিয়েছেন, যেকোনো ধরনের সহিংসতায় আমরা জিরো টলারেন্সে মোকাবেলা করবো। অপরাধী যে দল কিংবা যত রাঘোব বোয়াল হোক না কেনো কেউ ছাড় পাবে না। এ ঘটনাতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। এছাড়াও পুরো নগরীজুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।