কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ২০২০-২০২১ সেশনে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কক্সবাজার জেলায় পুলিশ সুপারের কার্যালয়ে আইসিটি শাখায় কর্মরত, চাঁদপরের কচুয়া উপজেলাধীন দারাশাহী তুলপাই গ্রামের কৃতি সন্তান পুলিশ কন্সটেবল মোঃ আল-আমিন হোসেন।
গত ৭ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স এর মূল ভবনে উপস্থিত হয়ে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেন মোঃ আল-আমিন হোসেন।
জানা গেছে, ২০২০-২০২১ সালে কক্সবাজার জেলা পুলিশে পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভালো আচরণসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৮টি সূচকে ভালো লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পান। কন্সটেবল আল-আমিন হোসেন এর আগেও সাবেক পুলিশ সুপার হাসানুজ্জামানের কাছ থেকে ভালো কাজের জন্য পুরুষ্কার পেয়েছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ১২০ জন পুলিশ সদস্য’কে “শুদ্ধাচার পুরুষ্কার নীতিমালা, ২০১৭’ অনুযায়ী শুদ্ধাচার সম্মাননা সনদ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। তার মধ্যে জেলা পুলিশ কক্সবাজার থেকে কন্সটেবল মোঃ আল-আমিন হোসেন শুদ্ধাচার পুরুষ্কারে নির্বাচিত হয়েছেন। পুরো জেলায় একমাত্র মোঃ আল-আমিন এই সম্মানজনক পুরস্কারটি পেয়েছেন। এই সম্মানা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশ।
কনস্টেবল আল-আমিন হোসেন বলেন, আমি সব সময় চেষ্টা করি শতভাগ আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করতে।