আনন্দ টিভির আনন্দ উৎসব ২০২২ অনুষ্ঠানে স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদক নির্বাচিত হয়েছেন, জামালপুর জেলার বিশেষ প্রতিনিধি মুমতাহেনা আশা।গত ২১ডিসেম্বর বুধবার রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অডিটরিয়ামে এ সম্মাননার পুরস্কার মুমতাহেনা আশার হাতে তুলে দেন, আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, হাসান তৌফিক আব্বাস, এ সময় আরো উপস্থিত ছিলেন, আনন্দ টেলিভিশনের এইচ আর এডমিন মোঃ সাইফুল ইসলাম, আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পার্সোনাল সেক্রেটারি মোঃ জাহিদ হাসান আনন্দ টেলিভিশনের ডেক্স ইনচার্জ ও সিনিয়র নিউজ পেজেন্টার , মোস্তফা কামাল তোহাসহ বিভিন্ন জেলা থেকে আগত আনন্দ টেলিভিশনের ১৪০ জন সাংবাদিকবৃন্দ।এ উপলক্ষে আনন্দ টেলিভিশন থেকে কক্সবাজারে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। সারা বাংলাদেশ থেকে কর্মরত ২০জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক,হাসান তৌফিক আব্বাস।