রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

যারা পেলেন ‘বিসিআরএ এ্যাওয়ার্ড ২০২২’

রিয়েল তন্ময় / ১৫২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১১:১৮ অপরাহ্ণ

গত ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত ‘বিসিআরএ এ্যাওয়ার্ড-২০২২।’ চলচ্চিত্র, টিভি, সংগীত ও মঞ্চ ক্যাটেগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জাকিয়া পারভীন মণি এমপি, এটিএন বাংলার উপদেষ্টা ( অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ এবং নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন। কাজী মমমরেজ মাহমুদ ও রুহানি সালবিল লাবন্যর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দুলাল খান ও অনুষ্ঠানের আহবায়ক অনন্যা রুমা।

চলচ্চিত্র বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন, চঞ্চল চৌধুরী,শ্রেষ্ঠ অভিনেতা-চলচ্চিত্র হাওয়া, পুজা চেরী,শ্রেষ্ঠ অভিনেত্রী-চলচ্চিত্র: গলুই, খোরশেদ আলম খসরু, শ্রেষ্ঠ চলচ্চিত্র- গলুই,এস এ হক অলিক,শ্রেষ্ঠ পরিচালক,চলচ্চিত্র: গলুই,
রিপন খান, বেস্ট মিউজিক ডিরেক্টর, চলচ্চিত্র: পায়ের ছাপ,সায়েরা রেজা,শ্রেষ্ঠ গায়িকা,চলচ্চিত্র: যাও পাখি বলো তারে, মোমিন বিশ্বাস, শ্রেষ্ঠ গায়ক,চলচ্চিত্র: আহারে জীবন, আবির চৌধুরী,বেস্ট ক্রিটিক এ্যাওয়ার্ড ,চলচ্চিত্র: রাগী, রোদেলা সুভাষিনী টাপুর, শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী, চলচ্চিত্র: দেশান্তর, হুমায়রা সুবহা, বেস্ট ক্রিটিকস এ্যাওয়ার্ড,চলচ্চিত্র: বসন্ত বিকেল। ফারুক হোসেন মজুমদার ও ফরহাদ হোসেন মজুমদার, স্পেশাল জুরি এ্যাওয়ার্ড , চলচ্চিত্র প্রযোজনায় তারুণ্য।

টেলিভিশন বিভাগের একক নাটকে শ্রেষ্ঠ কাহিনীকার নির্বাচিত হয়েছেন, টিপু আলম মিলন, নাটক: বীরাঙ্গনা, তারিন জাহান, শ্রেষ্ঠ অভিনেত্রী, নাটক: নির্দোষ, খায়রুল বাসার,শ্রেষ্ঠ অভিনেতা,নাটক: গালিবের প্রেম ও বসন্ত কাব্য,সাজ্জাদ হোসেন দোদুল,শ্রেষ্ঠ পরিচালক,মহব্বত বেপারী, সহিদ রাহমান, শ্রেষ্ঠ নাট্যকার, নাটক: একজন কফিলুদ্দিন। শ্রেষ্ঠ নিউজ প্রেজেন্টার নির্বাচিত হন বাংলাভিশনের নাদিরা আশরাফ।

ধারাবাহিকে শ্রেষ্ঠ ধারাবাহিক: পরিবার, শ্রেষ্ঠ পরিচালক,রাশেদা আক্তার লাজুক, ধারাবাহিক: পরিবার, রাশেদ সীমান্ত, শ্রেষ্ঠ অভিনেতা, ধারাবাহিক: প্রবাসী টাকার মেশিন, শামীমা নাজনীন, শ্রেষ্ঠ অভিনেত্রী, ধারাবাহিক: মুসা, সাজ্জাদ হোসেন দোদুল, শ্রেষ্ঠ নাট্যকার, ধারাবাহিক: মুসা, সাজ্জাদ হোসেন দোদুল, শ্রেষ্ঠ খল অভিনেতা, ধারাবাহিক নাটক: মুসা, হাসান জাহাঙ্গীর,বেস্ট ক্রিটিকস এ্যাওয়ার্ড, ধারাবাহিক: বডিগাডর্, নাইমা আলম মাহা,শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী, নাটক: বকুলপুর সিজন- টু এবং উপস্থাপনা বিভাগে কাজী মমরেজ মাহমুদ,শ্রেষ্ঠ উপস্থাপক, অনুষ্ঠান: বাংলা স্টুডিও, রুহানী সালসাবিল লাবণ্য,শ্রেষ্ঠ উপস্থাপক, অনুষ্ঠান: ওয়ার্ল্ড কাপ মোমেন্ট, বিটিভি। ওটিটি বিভাগে-চঞ্চল চৌধুরী, শ্রেষ্ঠ অভিনেতা, ওয়েব সিরিজ- কারাগার, সাদিয়া আয়মান, শ্রেষ্ঠ অভিনেত্রী, ওয়েব ফিল্ম: মায়া শালিক, এফ এস নাইম, বেস্ট ক্রিটিক এ্যাওয়ার্ড, ওয়েব সিরিজ: কারাগার।

সঙ্গীত বিভাগে-টিএম রেকর্ডস, বেস্ট লেবেল অব দ্য ইয়ার, রুমানা ইসলাম, শ্রেষ্ঠ গায়িকা, গান: যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি, মেহ্রীন, শ্রেষ্ঠ পপ সিঙ্গার, পথিক নবী, বেস্ট স্টেজ পারফরমার, শফিক তুহিন, বেস্ট মিউজিক কম্পোজার, গান: যদি প্রশ্ন করো, মাহমুদ মুরাদ, শ্রেষ্ঠ গীতিকার, গান: অন্তরেতে দাগ লাগাইয়া, অধ্যাপক ড. হোসনে আরা জলি, শ্রেষ্ঠ গীতিকার, গান: বঙ্গবন্ধু, প্রত্যয় খান, বেস্ট ক্রিটিকস এ্যাওয়ার্ড ,গান: তোমার আমার প্রেমের গল্প, রেশমী মির্জা, শ্রেষ্ঠ ফোক শিল্পী, সাব্বির নাসির, শ্রেষ্ঠ ফোক শিল্পী, গান: কি নেশা, ডিজে রাহাত,বেস্ট ডিজে, তরিক মৃধা, শ্রেষ্ঠ নবাগত গায়ক, গান: পরিত্যক্ত,কানিজ খাদিজা তিন্নি, শ্রেষ্ঠ নবাগত গায়িকা, গান: প্রজাপতি মন, শাকিলা পারভীন, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও মডেল, গান: বুক চিন চিন, নিথর মাহবুব, জুরি এ্যাওয়ার্ড,মাইম শিল্প।ফ্যাশন বিভাগে: সানাউল হক বাবুল, বেস্ট ফ্যাশন ডিজাইনার, মঞ্জু আলম, বেস্ট ফ্যাশন ফটোগ্রাফার।নৃত্য বিভাগে- বিশেষ জুরি এ্যাওয়ার্ড পেয়েছেন মিতিন খান।শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।

চারজন গুণীকে লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড দেয়া হয় তারা হলেন, চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভারসিটির ভিসি ডা. শারফুদ্দিন আহমেদ। সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের জন্য আজীবন সম্মাননা দেয়া হয় সংগীতে শেখ সাদী খান, চলচ্চিত্রে কাজী হায়াৎ ও বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। সাংবাদিকতা বিভাগে- প্রিন্ট মিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইলেক্ট্রনিক মিডিয়ায় বিশেষ অবদানের জন্য বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পান নাগরিক টিভির হেড অব নিউজ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ এবং অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল।বিনোদন সাংবাদিকতায় পুরস্কার পান দৈনিক ইত্তেফাকের ফিচার সম্পাদক খালেদ আহমেদ, আমাদের সময়ের ফিচার সম্পাদক এবং অভি মঈনুদ্দীন। চলচ্চিত্র সাংবাদিকতায় পুরস্কার অর্জন করেন বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ ও দৈনিক আজকালের খবরের আহমেদ তেপান্তর।

বিসিআরএ ভিক্টরী এ্যাওয়ার্ড গ্রহণ করেন দেশাত্মবোধক গান রচনায় মোল্লা জালাল, চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মিশা সওদাগর, একজন কফিলুদ্দিন নাটকের জন্য রোকেয়া প্রাচী, চলচ্চিত্র পরিচালনায় হাসিবুর রেজা কল্লোল, ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ‘ভিক্টরী এ্যাওয়ার্ড গ্রহণ করেন অভিনেতা জাহিদ হোসেন শোভন।

 


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!