বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা জেলার দাকোপ উপজেলা ও বাগেরহাট জেলার মোংলা উপজেলাটি দুর্যোগ প্রবন ও লবনাক্ত এলাকা হিসেবে বিশেষ ভাবে পরিচিত। এই এলাকা দুটির জীবন মান উন্নয়নে বিএএসডি ২০০৩ সাল থেকে কাজ করে চলেছে।এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গত ১১ ই ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পার্মাকালচার ডিজাইন ১২ দিনের কোর্সের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন বিএএসডির কর্মকর্তা, কর্মচারী, বোর্ড সদস্য,ও স্বনীর্ভর দলের সদস্যরা। উক্ত কোর্সটি উদ্বোধন করেন মিঃবনিফেস এস গোমেজ, এই কোর্সে দুই ভাগে ৬দিন করে মোট ৪০ জনকে সনদ পত্র প্রদান করে।
সার্বিক দায়িত্বে ছিলেন বিএএসডির ব্যাবস্থাপনা পরিচালক পরিতোষ কুমার মৃধা , সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব কুমার রায়, মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক দাকোপ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি স্বপন কুমার রায়, ন্যাশনাল প্রেস সোসাইটি খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ও বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ শাখার সভাপতি মিজানুর রহমান প্রমুখঃ.