ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিলো ফ্রান্স। বিরতি থেকে ফিরেও আক্রমণে এগিয়ে ছিলো আর্জেন্টিনা।
তবে ম্যাচের শেষদিকে গিয়ে দুই মিনিটের ব্যবধানে ২ গোল করে ফ্রান্সের শিরোপার আশা নতুন করে বাঁচিয়ে তুললো এমবাপ্পে।
বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।
ম্যাচের ২১ মিনিটে স্পট কিক থেকে আলবিসেলেস্তাদের এগিয়ে নিতে একটুও ভুল করেননি মেসি। প্রথম গোলের ঠিক ১৩ মিনিট পরই কাউন্টার অ্যাটাক থেকে ম্যাক অ্যালিস্টার বল বাড়ান ফরাসি ডি-বক্সে। সেই বল পেয়ে ফ্রান্সের জালে বল জড়িয়ে আর্জেন্টাইন শিবিরকে দ্বিতিয়বার উল্লাসে মাতান ডি মারিয়া।
২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিলো আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে মাঠেন নেমেও নিজেদের ভেতর দারুণ বোঝাপড়ায় খেলতে থাকে আর্জেন্টিনা। কয়েকবার গোলের সুযোগ সৃষ্টি করলেও ফ্রান্সের জালের দেখা আর পায়নি আর্জেন্টিনা।
ম্যাচের ৭৯ মিনিটে আক্রমণে ওঠে ফ্রান্স। কোলো মুয়ানিকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় সরাসিরা। সেই পেনাল্টি থেকে গোল করে ব্যব্ধান ২-১ এ নামিয়ে আনেন এমবাপ্পে।
ঠিক এক মিনিট পরই এমবাপ্পে যেন ফ্রান্সকে নতুন করে জীবন ফিরিয়ে দেন। ৮২ মিনিটে কোম্যানের পাস থেকে দুর্দান্ত ভলিতে আবারও আর্জেন্টিনার জালে বল জড়ান এমবাপ্পে। তার জোড়া গোলে ম্যাচে সমতা আনে ফ্রান্স