প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন হেফাজতে ইসলামের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গণভবনে প্রবেশ করে হেফাজতে ইসলামের প্রতিনিধি দল।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন রব্বানী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হেফাজতের নেতাকর্মীদের মুক্তি ও তাদের নামে সব মামলা প্রত্যাহারসহ শিক্ষা কমিশনে আলেমদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
বৈঠকে হেফাজত মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। তবে দলটির নায়েবে আমীর মীযানুর রহমান এসময় উপস্থিত ছিলেন না।