আজ মহান বিজয় দিবস, বাঙ্গালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে বাঙালি স্বাধীনতার সুখ পেয়েছিল এদিন। জন্ম নিয়েছিল একটি স্বাধীন দেশ—বাংলাদেশ এবং নিজেদের একটি লাল-সবুজের পতাকা।
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সেই বিজয়ের ৫১ বছর পূর্তির দিন।
আজ শুক্রবার দিবসটি উপলক্ষে পটুয়াখালীতে প্রশাসনের উদ্যোগে পটুয়াখালী শহীদ মিনারে (১৬ ডিসেম্বর ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে পটুয়াখালী সদর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন পটুয়াখালী – ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শাহজাহান মিয়া ( এমপি) পটুয়াখালী মহিলা সংসদ সদস্য কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক জনাব মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম, ও প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর পটুয়াখালী সদর এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়ামে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করেন,
পরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,এবং মুক্তি যুদ্ধে যারা সহিদ হয়েছেন তাদের স্বরনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহোদয় ও মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন,পটুয়াখালী -১
আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শাহজাহান মিয়া ( এমপি),পটুয়াখালী মহিলা আসনে সংসদ সদস্য কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক জনাব মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম বিপি এম,পিপিএম, জেলা চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, আওয়ামীলীগ, মেয়র মহিউদ্দিন আহাম্মেদ, উপজেলা ভাইস চেয়াম্যান এ্যাডভোকেট সোহেল ও আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী, মুক্তি যোদ্ধাগন,জেলা পুলিশ সহ
বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ পটুয়াখালীর সকল সাংবাদিক বৃন্দ ।
এছাড়া সন্ধ্যায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।